বিসিবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা মারা গেছেন

  © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর (অব.) মো. হোসেন ইমাম শুক্রবার বিকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি।

ইমাম ২০১৩ সালে বোর্ডের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে বিসিবিতে যোগ দেন। তিনি ২০১৪ সালে আইসিসি টি২০ বিশ্বকাপ, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ এবং ২০১৬ সালের এশিয়া কাপসহ অনেকগুলো ঘরোয়া এবং আন্তর্জাতিক টুর্নামেন্টে বিসিবির নিরাপত্তা কার্যক্রম তত্ত্বাবধান ও সমন্বয় করেন।

তিনি ২০১৯ সালে আয়ারল্যান্ড এবং ২০২০ সালে পাকিস্তান সফরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব সামলান। সবগুলো ভেন্যুতেই তিনি বিসিবির নিরাপত্তা ব্যবস্থা পদ্ধতির দায়িত্বে ছিলেন।


সর্বশেষ সংবাদ