কোয়ারেন্টাইনে তামিম ইকবাল

লন্ডনে ব্যক্তিগত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ঈদের দিন। এরপর থেকেই কোয়ারেন্টাইনে আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

গেলো কয়েক মাস হলো পেটের ব্যথায় ভুগছিলেন দেশসেরা ওপেনার। ২৫ জুলাই চিকিৎসার উদ্দেশে লন্ডনে যান তামিম ইকবাল। সেখানে গিয়ে বেশকিছু টেস্টও করান তিনি। তবে রিপোর্ট দিতে প্রায় ১০ দিন সময় লাগবে। ফলে গেল শনিবার দেশে ফিরে আসেন তিনি। এরপর থেকেই কোয়ারেন্টাইনে আছেন তিনি। তবে শারিরীকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন এই ক্রিকেটার। সবকিছু ঠিক থাকলে ১৪ আগস্ট শেষ হবে তামিমের কোয়ারেন্টাইনে।

৮ আগস্ট থেকে আবারও ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন শুরুর পরিকল্পনা আছে ক্রিকেট বোর্ডের। প্রথম দফায় ঢাকাসহ দেশের বাকি তিন বিভাগে ১০ দিনে মোট ১৪ জন ক্রিকেটার অংশ নিয়েছিলেন। তাদের দেখে অনেকেই অনুপ্রাণিত। সেই ধারায় জানা গেছে, হাইপারফরমেন্স ইউনিট বা এইচপি দলের ক্রিকেটাররা অনুশীলনে ফিরতে চাইছেন।

তবে, কবে কি প্রক্রিয়ার তাদের অনুশীলন হবে, সে ব্যাপারে দুই দিনের মধ্যে সিদ্ধান্ত নেবে ক্রিকেট বোর্ড।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের মা নুসরাত ইকবাল, ভাই নাফিস ইকবালহ চারজন। সেসময় তারা ছিলেন চট্টগ্রামে। তামিম ইকবাল তখন তার স্ত্রী-সন্তান নিয়ে ছিলেন ঢাকায়। তাই সেবার তামিককে কোয়ারেন্টাইনে থাকতে হয়নি। কিন্তু এবার কোয়ারেন্টাইনে যেতে হলো তাকেও।


সর্বশেষ সংবাদ