দেশে নির্মিত হচ্ছে ‘কোভিড নাইন্টিন ইন বাংলাদেশ’

  © সংগৃহীত

বর্তমান বিশ্বে আলোচনার টপে রয়েছে করোনা ভাইরাস। প্রাণঘাতী কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রত্যেকদিন মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। আলোচিত এই ইস্যুকে সেলুলয়েডে বন্দি করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। ছবির নাম ‘কোভিড নাইন্টিন ইন বাংলাদেশ’।

এই সময়ের অন্যতম এই বাস্তবতাকে এবার ক্যামেরায় বন্দি করছেন পরিচালক সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। ছবির নাম ‘কোভিড নাইন্টিন ইন বাংলাদেশ’। এরই মধ্যে শুরু হয়ে গেছে সিনেমাটির দৃশ্যধারণ।

পরিচালক তার প্রথম ছবি ‘নাচোলের রাণী’-তে তুলে ধরেন কৃষক সাঁওতাল বিদ্রোহের গল্প। এরপর গঙ্গাযাত্রায় বলেন, পতিতাদের অধিকার বঞ্চিত হওয়ার কথা। তৃতীয় ছবি ‘অন্তর্ধান’-এ তুলে ধরেন ফারাক্কার বাধে অসম পানি বন্টন আর রোহিঙ্গা সংকট নিয়ে তার চতুর্থ ছবি আছে মুক্তির অপেক্ষা। এবার তার সিনেমার বিষয়বস্তু করোনা ভাইরাস।

সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষেই সিনেমাটি মুক্তি দিতে চান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নির্মাতা। (সূত্র : চ্যানেল২৪)


সর্বশেষ সংবাদ