কিংবদন্তি ফুটবলার গোলাম রাব্বানী হেলাল আর নেই

  © ফাইল ফটো

বাংলাদেশের সাবেক জাতীয় ফুটবলার গোলাম রাব্বানী হেলাল আর নেই। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। শনিবার(৩০ মে) রাজধানীর স্কয়ার হাসপাতালে দুপুর সোয়া ১২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে মস্তিষ্কের রক্তক্ষরণ হলে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আবাহনীর হেলাল হিসেবে পরিচিতি পাওয়া এই ফুটবলার কিডনি রোগে ভুগছিলেন, নিয়মিত ডায়ালাইসিস চলছিল তার। ১৯৭৫ সালে বরিশাল থেকে ঢাকা আসা হেলাল এশিয়ান যুব ফুটবল দিয়ে জাতীয় দলে জায়গা করে নেন ১৯৭৮ সালে।

১৯৮৫ সাল পর্যন্ত জাতীয় দল আর ১৯৮৮ সাল পর্যন্ত আবাহনীতে খেলার পর সংগঠক হিসেবে জড়িয়ে পড়েন ওই ক্লাবের সাথেই। ছিলেন বাফুফের নির্বাচিত সদস্যও।


সর্বশেষ সংবাদ