খুলনায় অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ ঢাবি ছাত্র হামিমের

  © টিডিসি ফটো

খুলনায় করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র তানভীর বারী হামিম। নিজ জন্মভূমি খুলনায় ১৫০ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসমগ্রী বিতরন করেন বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল শাখার প্রচার সম্পাদক হামিম।

তিনি বলেন, ‘আমার কোন রোজগার নেই। তাই পারিবারিক তহবিল থেকে অর্থ সংগ্রহ করে আমি আমার এলাকার মানুষের মাঝে দাড়ানোর চেষ্টা করেছি। সদ্য কারামুক্ত বেগম খালেদা জিয়া  শারীরিকভাবে খুব বেশি সুস্থ নন। তিনি দেশের এই করোনা মহামারীতে উদ্বিগ্নতা প্রকাশ করেছেন এবং বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনকে নির্দেশনা দিয়েছেন দেশের অসহায় মানুষের পাশে খাদ্যসমগ্রী তিনি দাড়াতে।’

হামীম বলেন, ‘দলের নির্দেশে সারাদেশের অসহায় মানুষের পাশে ছাত্রদল নেতৃবৃন্দ দাড়িয়েছেন।আমার এই খাদ্যসমগ্রী বিতরণ তারই ধারাবাহিকতা।’

তিনি আরো জানান, প্রথম ধাপে প্রায় ১৫০ শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী চাল-ডাল-আলু-তেল বিতরণ করেছেন। পরবর্তীতে লকডাউন সময়সীমা বৃদ্ধি পেলে আরো কিছু পরিবারের কাছে খাদ্যসমগ্রী তুলে দেয়ার চেষ্টা করবেন বলে জানান।


সর্বশেষ সংবাদ