খাদ্যসামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে ঢাবি ছাত্রী অনন্যা

  © সংগৃহীত

নিজ জন্মভূমি যশোরে করোনাভাইরাসের কারণে বিভিন্ন স্থানে অসহায় অবস্থার মধ্যে পড়া মানুষের মাঝে খাদ্যসমগ্রী নিয়ে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফারজানা ইয়াসমিন অনন্যা।

গত চারদিনে প্রায় চার শতাধিক পরিবারের হাতে খাদ্যসমগ্রী তুলে দিয়েছেন তিনি। অনন্যা বলেন, ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী। তার থেকেই আমার প্রেরনা পাওয়া। দেশের সংকটকালে কীভাবে দেশের মানুষের পাশে দাড়াতে হয় তা শেখা।’

তিনি বলেন, ‘আমার পিতা একজন সাবেক ছাত্রলীগ কর্মী। তার সার্বিক তত্ত্বাবধানেই আমার এ ত্রাণ বিতরন কার্যক্রম। আমি ছাত্রলীগের একজন কর্মী। ছাত্রলীগের কর্মীরা দেশের ক্রান্তিকালে মানুষের পাশে দাড়াবেনা তা হতে পারে না।’

অনন্যা বলেন, ‘যশোর সদরের বিভিন্ন স্থানে গত চারদিনে ৪০০ পরিবারের নিকট খাবার ও স্যানিটাইজার দ্রব্যাদি তুলে দিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক যতক্ষণ সামর্থ থাকবে, দেশের মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই।’


সর্বশেষ সংবাদ