খাদ্যসামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে হিরো আলম

  © সংগৃহীত

চীন থেকে উৎপত্তি হওয়া করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়েছে বিশ্বে। ভাইরাসটি মোকাবিলায় রীতিমতো গলদঘর্ম গোটা বিশ্ব। বাংলাদেশও করোনাভাইরাস থেকে মুক্তি পায়নি।

করোনার প্রাদুর্ভাব ঠেকাতে যেন থমকে গেছে গোটা দেশ। করোনা ছড়িয়ে পড়া ঠেকাতে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ওই সময়ে মানুষকে ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। তবে এতে বিপদে পড়েছেন নিম্ন আয়ের হতদরিদ্র মানুষ।

এমন বিপদে আরও অনেকের মতো ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন আলোচিত চলচ্চিত্র অভিনেতা হিরো আলম। নিজ জেলা বগুড়ায় শেরপুর ও নন্দীগ্রামে ৫০০ ছিন্নমূল মানুষের মধ্যে চাল, ডাল নিত্যপণ্যসহ বিতরণ করেছেন বলে জানা গেছে।

হিরো আলম গণমাধ্যমকে বলেন, ‘বিপদে মানুষের পাশে দাঁড়ানো সবার কর্তব্য। আমি খুব ক্ষুদ্র মানুষ। যে হিরো আলম হয়েছি, তা মানুষদের জন্যই। তাই দেশের দুর্যোগে তাদের জন্য কিছু করতে পেরে ভালো লাগছে।’


সর্বশেষ সংবাদ