পাকিস্তান সফরে যাচ্ছেন না মুশফিক

  © ফাইল ফটো

জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার এবং সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্তেই অটল রয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করার পর বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন পাকিস্তানে যাওয়ার কথা মুশফিককে বিবেচনা করতে বলেন। তবে মুশফিক যাচ্ছেন না।

একটি সংবাদ মাধ্যমকে মুশফিক বলেন জানান, ‘আমি পাকিস্তানে যাওয়ার ব্যাপারে ক্রিকেট বোর্ডকে পরিষ্কার বলে দিয়েছে। তারাও সিদ্ধান্ত গ্রহণ করেছে। পিএসএল থেকেও প্রস্তাব এসেছিল। আমি নাম দেব কি-না সেটা জানতে চেয়েছিল। ওই টুর্নামেন্টের জন্যও নাম দেইনি।’

তিনি বলেন, ‘বোর্ডের উচিত আমার সিদ্ধান্তকে সম্মান জানানো। পাকিস্তানের বর্তমান অবস্থা বিবেচনা করে যাওয়ার জন্য নিজের নাম পেশ করতে পারছি না। সুতরাং এটা নিশ্চিত আমি পাকিস্তানে যাচ্ছি না। তবে যারা যাচ্ছেন তাদের জন্য শুভ কামনা।’

বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছিলেন, ‘আশা করবো মুশফিক পাকিস্তানে যাবে। দল দু’বার ঘুরে এসেছে, পরিস্থিতি সবার জানা। তাছাড়া শুধু পরিবারের কথা ভাবলে হবে না। দেশের কথাও ভাবতে হবে।’

মাহমুদুল্লাহর কথা উল্লেখ করে পাপন বলেন, পরিবারের অন্য লোক যেতে পারলে তার সমস্যা কোথায়। তিনি সম্পর্কে মুশফিকের ভাইরা। 

বছরের শুরুতে প্রথম দফায় পাকিস্তান সফরে তিনটি টি-২০ ম্যাচ খেলে এসেছে। এরপর ফেব্রুয়ারিতে খেলেছে একটি টেস্ট। তৃতীয় ও শেষ দফায় ক্রিকেট দল এপ্রিলের প্রথম সপ্তাহে পাকিস্তানে একটি করে ওয়ানডে এবং টেস্ট ম্যাচ খেলবে।


সর্বশেষ সংবাদ