ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতবে বাংলাদেশ: মিরাজ

  © টিডিসি ফটো

আগামীকাল রবিবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে খেলাটি অনুষ্ঠিত হবে। তার আগে আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ যুব দলকে শুভ কামনা জানিয়েছেন জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

আজ শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজ বলেন, ভারতের বিপক্ষে অনেক টানটান উত্তেজনার ম্যাচে জয়ের খুব কাছে গিয়ে আমরা হেরেছি। অনেক সুযোগ পেয়েও দুর্ভাগ্যবশত আমরা পারিনি। আমার বিশ্বাস যুবারা ভারতকে হারিয়ে শিরোপা নিয়ে দেশে ফিরবে।

২০১৬ সালে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। জাতীয় দলের তারকা হয়ে যাওয়া মিরাজ যুবাদের শুভ কামনা জানিয়ে বলেন, ট্রফি জিততে হলে আমাদের অবশ্যই ভালো ক্রিকেট খেলতে হবে। ওরা বেশ আত্মবিশ্বাসী, যেভাবে খেলেছে আশা করি আমরা ভারতকে হারাতে পারব।

২০১৬ সালের যুব বিশ্বকাপে খেলা জাতীয় দলের তারকা পেসার মোহাম্মদ সাইফউদ্দিন বলেন, শ্রীলংকায় গত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে ভারতের বিপক্ষে খুব কাছে গিয়েও আমরা হেরে গিয়েছি। ম্যাচটি দেখে অনেক খারাপ লেগেছিল। বিশ্বকাপে যেহেতু একই প্রতিপক্ষ পেয়েছে, ভালো একটি সুযোগ আমাদের হাতে। প্রতিপক্ষ না ভেবে যুবারা যদি নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে, তাহলে শিরোপা জেতা সম্ভব।


সর্বশেষ সংবাদ