নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন পপুলেশন সায়েন্স বিভাগ

  © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্ণামেন্টে বিজয়ীর মুকুট পড়লো পপুলেশন সায়েন্স বিভাগ।

গত রোববার (১৫ ডিসেম্বর) বেলা ৩ টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল কেন্দ্রীয় মাঠে পপুলেশন সায়েন্স বিভাগ এবং অাইন ও বিচার বিভাগ মধ্যকার ফাইনালের ম্যাচটি অনুষ্ঠিত হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূণ্য ড্র হলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাই ব্রেকারে।

এতে আইন ও বিভাগকে ট্রাইবেকারে ৮-৭ গোলে হারিয়ে বিজয়ীর মুকুট ছিনিয়ে নিলো পপুলেশন সায়েন্স বিভাগ ।

এই জয়ে অত্যন্ত উল্লসিত এই দলের সকল খেলোয়াড়,পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী এবং বিভাগের শিক্ষকগণ। ম্যাচশেষে উক্ত বিভাগের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী মিলে একটি বিশাল আনন্দ মিছিল করেন । শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলেন কবি নজরুলের স্মৃতি বিজড়িত ক্যাম্পাস।

উল্লেখ্য, এই আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল টূর্নামেন্টে সর্বমোট ২২টি দল অংশগ্রহণ করে,সর্বশেষ ফাইনাল ম্যাচে বিজয়ী হিসেবে অাত্নপ্রকাশ করে পপুলেশন সায়েন্স ডিপার্টমেন্ট।


সর্বশেষ সংবাদ