আর নেই মেধাবী সঙ্গীত পরিচালক পৃথ্বীরাজ

  © টিডিসি ফটো

দেশের মেধাবী জনপ্রিয় গায়ক, সুরকার ও সংগীত পরিচালক পৃথ্বী রাজ আর নেই।ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। শনিবার রাত ১০টার দিকে পৃথ্বী রাজ ধানমন্ডিতে নিজের স্টুডিওতে যান। সেখানে কাজ করা অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন পৃথ্বী রাজের ভাই ঋতু রাজ।

আজ রোববার (১৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টায় রাজধানীর সিটি হসপিটালে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পৃথ্বী রাজের ভাই জানান,গত শনিবার (১৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে কাজ করার জন্য ধানমন্ডি ২৭ নিজের স্টুডিওতে যান পৃথ্বী। পরে রাত প্রায় সাড়ে ১২টা পর্যন্ত তার স্ত্রী বারবার ফোন করলে পৃথ্বী রাজ ফোন না ধরায় আতংকিত হয়ে পড়েন।

পরে পরিবারের সদস্যরা স্টুডিওতে গিয়ে দরজা ভেঙে দেখেন তিনি চেয়ারে নিস্তেজ হয়ে পড়ে আছেন। পরে সিটি হাসপাতালে নেওয়া হলে ভোর প্রায় সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংগীতের পাশাপাশি পৃথ্বী রাজ এবিসি রেডিওতে কাজ করতেন।

 


সর্বশেষ সংবাদ