সারাদিন খুনসুটি আর ঘোরাঘুরিতে কাটছে: মিথিলা

গত ৬ ডিসেম্বর বিয়ের পরেরদিনই মিথিলা-সৃজিত দম্পতি সুইজারল্যান্ডে চলে যান। সেখানে মধুচন্দ্রিমার পাশাপাশি জেনেভা বিশ্ববিদ্যালয়ে পিএইচডির রেজিস্ট্রেশন করবেন মিথিলা। বিয়ের একদিন পরই কলকাতা থেকে জেনেভায় উড়াল দেন সৃজিত মুখার্জি ও মিথিলা। এই কদিন কেমন কেটেছে? মিথিলা বললেন, ‘খুব ভালো। সৃজিত আর আমি ভালো বন্ধু। দুজনে সারাদিন খুনসুটি করে আর নতুন নতুন জায়গায় ঘোরাঘুরি করে কেটে যাচ্ছে। আমাদের পুরো সময়টাই ভীষণ ভালো কাটছে।’

এরই মধ্যে জেনেভা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি শুরু করেছেন। সুইজারল্যান্ডে বেড়ানো নিয়ে মিথিলা বললেন, ‘জেনেভাতেই ছিলাম। কারণ এখানে জেনেভা বিশ্ববিদ্যালয়ে আমার ক্লাস ছিল। সুপারভাইজারের সঙ্গে মিটিং, লেখাপড়া। এর ফাঁকে যতটুকু সময় পেয়েছি, শহরটাকে ঘুরে দেখেছি। দেখা হলো জেনেভা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বাস্টেইন পার্ক, রিফরমেশন ওয়াল, ওল্ড টাউন।’

আজ শনিবার দুপুরে সুইজারল্যান্ড থেকে জাতীয় এক দৈনিককে মিথিলা বললেন, ‘আজ গ্রিসে যাচ্ছি।’ মধুচন্দ্রিমা? ‘জ্বি।’ সেখানে তাঁরা আট দিন থাকবেন। আরও বললেন, ‘জেনেভায় তো লেখাপড়া হলো। গ্রিসে শুধু বেড়ানো হবে।’ ২১ ডিসেম্বর ঢাকায় ফিরবেন মিথিলা। মিথিলা এরই মধ্যে জেনেভা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি শুরু করেছেন।

অনেকেই মন্তব্য করেছেন, সৃজিত মুখার্জির নতুন ছবি কিংবা ওয়েব সিরিজে অভিনয় করবেন মিথিলা। এ ব্যাপারে প্রশ্ন করা হলে মিথিলা বলেন, ‘সে রকম কোনো পরিকল্পনা এখনো নেই। আমাকে আপাতত লেখাপড়ায় মন দিতে হবে।’

বিয়ে তো হলো। এবার মিথিলা কলকাতায় পাকাপাকিভাবে চলে যাবেন, নাকি সৃজিত ঢাকায় আসবেন? মিথিলা বললেন, ‘আপাতত দুজন দুই শহরে আসা যাওয়া করব।’

ভারতের এ সময়ের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেছেন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী, মডেল ও উপস্থাপক মিথিলা। ৬ ডিসেম্বর সন্ধ্যায় দক্ষিণ কলকাতায় লেক গার্ডেনসে সৃজিত মুখার্জির বাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 


সর্বশেষ সংবাদ