মিথিলা-ফাহমির ব্যক্তিগত ছবি সরানোর নির্দেশ

মিথিলা-ফাহমির ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন পোর্টাল থেকে সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে স্টাম্পফোর্ড ইউনিভার্সিটির নিহত শিক্ষার্থী রুম্পার ব্যক্তিগত ছবি সরাতে ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিটিআরসিকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু।জনস্বার্থে নিজেই রিটটি দায়ের করেন। রিটে তথ্য-প্রযুক্তি সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। 

এর আগে গত বৃহস্পতিবার ফেসবুক, ইন্টারনেট ও অনলাইন নিউজ পোর্টাল থেকে অভিনেত্রী মিথিলা ও ফাহমির সব অন্তরঙ্গ ছবি না সরানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়।

গত ৪ নভেম্বর নির্মাতা ও পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রথমে কয়েকটি ফেসবুক গ্রুপে দুটি ছবি পোস্ট করা হয়। পরে সেখান থেকে এরপর ছবিটা সেখান থেকে ভাইরাল হয়। এ দুইটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়া পর মিডিয়া পাড়ায় তোলপাড় শুরু হয়েছিল।

এদিকে শুক্রবার সন্ধ্যায় বিয়ে করেছেন কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। এই বিয়ে তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে। দক্ষিণ কলকাতায় সৃজিত মুখার্জির বাসায় তাঁদের বিয়ে রেজিস্ট্রি করা হয়।

প্রসঙ্গত, ২০০৬ সালের ৩ আগস্ট ভালোবেসে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসানকে বিয়ে করেন মিথিলা। তাদের সংসারে আইরা তেহরীম খান নামে এক কন্যাসন্তানেরও আগমন ঘটে। তবে দু’জনের বনিবনা না হওয়ায় ২০১৭ সালের মাঝামাঝি সময়ে বিচ্ছেদে যান তাহসান-মিথিলা।

 


সর্বশেষ সংবাদ