এবার মেয়েরাও সোনা জিতল আর্চারিতে

  © সংগৃহীত

সাউথ এশিয়ান (এসএ) গেমসে ছেলেদের রিকার্ভ দলগত ইভেন্টের পর মেয়েদের রিকার্ভ দলগত ইভেন্টেও স্বর্ণপদক জিতলো বাংলাদেশ। আজ রবিবার সকালে পোখারা স্টেডিয়ামে এসএ গেমসের অষ্টম দিনে স্বর্ণপদক জিতেছে মেয়েরা। ইতি খাতুন, মেহনাজ আক্তার মনিরা ও বিউটি রায়ের সমন্বয়ে গঠিত দল দারুণ নৈপুণ্য দেখিয়ে উড়িয়ে দিয়েছে লঙ্কান আর্চারদের। তারা জিতেছেন ৬-০ সেটে।

রবিবার (৮ ডিসেম্বর) সকালে নেপালের পোখারায় দেশের পতাকা উঁচুতে তুলেছেন আর্চাররা। এসএ গেমসের চলমান ১৩তম আসরে আর্চারি থেকে এটি বাংলাদেশের দ্বিতীয় সোনা জয়।

সবমিলিয়ে এবারের আসরে বাংলাদেশের সোনার পদকের সংখ্যা বেড়ে হলো নয়টি। আসরের দ্বিতীয় দিনে প্রথম সোনা জিতেছিল বাংলাদেশ, তায়কোয়ান্দো থেকে। তৃতীয় দিনে লাল-সবুজের প্রতিনিধিরা পেয়েছিল আরও তিনটি সোনার পদক। সবগুলো এসেছিল কারাতে থেকে। পরের তিন দিনে আসেনি কোনো সুখবর।

আগের দিন গেরো খোলে, শেষ হয় অপেক্ষার পালা। তিনটি সোনার পদক জেতে বাংলাদেশ। দুটি ভারোত্তোলনে, একটি ফেন্সিংয়ে।

এর আগে গত সাত দিনে আরও ৭টি স্বর্ণ জিতেছে বাংলাদেশ। দ্বিতীয় দিন দেশকে প্রথম স্বর্ণ এনে দিয়েছিলেন তায়কোয়ান্দোর দিপু চাকমা। পরে তৃতীয় দিন তিনটি স্বর্ণ জেতেন কারাতেকারা। মাঝে তিনদিন স্বর্ণখরা থাকার পর গতকাল শনিবার আরও ৩টি স্বর্ণ আসে ভারোত্তলন থেকে।


সর্বশেষ সংবাদ