এবার নেপালকে উড়িয়ে দিল সালমা, মুর্শিদারা

  © সংগৃহীত

নেপাল নারী ক্রিকেট দলকে এসএ গেমসে টি-টোয়েন্টিতে ১০ উইকেটে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এর আগে মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছিল তারা।

নেপালকে অল্প রানে থামিয়ে দিয়ে জয়ের পথে অনেকটাই এগিয়েছিল বাংলাদেশ নারী দল। পরে ব্যাটিংয়ে নেমে বাকি কাজ অনায়াসে সারেন দুই ওপেনিং ব্যাটসম্যান।

পোখরার রঙ্গশালা স্টেডিয়ামে মাত্র ৭.৪ ওভারে বিনা উইকেটে জয়ের জন্য ৫১ রানের লক্ষ্যে পৌঁছে যায় সালমারা। ওপেনার মুর্শিদা খাতুন ২২ বলে চার চারে ২২ রান করেন। এছাড়া ১৯ বলে দুই চার ও এক ছক্কায় ১৯ রান করেন অপর ওপেনার আয়েশা রহমান।

এর আগে টসে হেরে মাত্র ৫০ রানে গুঁড়িয়ে যায় নেপাল। দলটির তিন ব্যাটসম্যান ছাড়া কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। রানের খাতাই খুলতেই পারেননি ৫ জন!

বাংলাদেশ দলের বোলারদের মধ্যে চার ওভার বোলিং করে দুই মেডেনসহ আট রানে ৪ উইকেট নিয়েছেন রাবেয়া খান। দুটি উইকেট নিয়েছে জাহানারা আলম। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন সালমা খাতুন, নাহিদা আক্তার ও ফাহমিদা খাতুন।