গোলাপি টেস্টের শুরুতেই চার উইকেট নেই বাংলাদেশের

  © সংগৃহীত

কলকাতায় ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। সতর্ক শুরু করলেও গোলাপি বলের ম্যাচে শুরুতেই ফিরে গেছেন ইমরুল কায়েস। পরে বিদায় নেন অধিনায়ক মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন ও মুশফিকুর রহিম। 

মাত্র ২৬ রানের মাথায় প্রথম তিন উইকেট হারায় বাংলাদেশ। এখন ব্যাটিংয়ে রয়েছেন সাদমান ইসলাম ও মাহমুদুল্লাহ রিয়াদ। উমেশ যাদব দুটি এবং মোহাম্মদ শামি ও ইশান্ত শর্মা একটি করে উইকেট নিয়েছেন।

গোলাপি টেস্টে কলকাতার ইডেন গার্ডেনসে সাজসাজ রব। একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম বাদ পড়েছেন, ঢুকেছেন নাঈম হাসান ও আল আমিন হোসেন। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হয়েছে। সরাসরি সম্প্রচার করছে স্টার স্পোর্টস ও গাজী টিভি।

টেস্ট খেলুড়ে দল হিসেবে প্রথম দিন-রাতের টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। দুই দলের অধিনায়কই ম্যাচটি নিয়ে রোমাঞ্চিত। তাদের প্রত্যাশা গোলাপি বলের টেস্টের মাধ্যমে দর্শক মাঠমুখী হবে।

ঘণ্টা বাজিয়ে ঐতিহাসিক গোলাপি বলের টেস্টের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টসের পর দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্ব সারেন তারা।

তাদের পাশে ছিলেন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলী, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং শচীন টেন্ডুলকার। উপমহাদেশের প্রথম গোলাপি বলের টেস্টের চারদিনের সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে।

টেস্ট ক্রিকেটে গ্যালারি ভরা দর্শকদের সামনে খেলার খুব একটা সুযোগ হয় না ক্রিকেটারদের। কিন্তু ইডেনে গোলাপি বলের টেস্টে সেই সুযোগ পাচ্ছে বিরাট কোহলি ও মুমিনুল হকের দল।

বাংলাদেশ একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস (উইকেটকিপার), নাঈম হাসান, আবু জায়েদ রাহী, আল আমিন হোসেন, এবাদত হোসেন।

ভারত একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ঋদ্ধিমান সাহা, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মোহাম্মদ সামি।


সর্বশেষ সংবাদ