প্রতিবন্ধকতা পেরিয়ে সফল ভিডিও এডিটর প্রিন্স সজল

মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের সন্তানদের সবসময়ই লড়াই করে যেতে হয়। তারা সফল না হওয়া পর্যন্ত হাল ছাড়েন না। এমনকি সফলতা পেলেও নিরলস পরিশ্রম করে যান আন্তরিকতার সঙ্গে। তেমনি একজন সফল ভিডিও সম্পাদক প্রিন্স সজল। গত ২ বছর ধরে নিরলসভাবে পরিশ্রম করতে করতে আজ একটি অবস্থানে এসে পৌঁছেছেন।

যার সারা সময় কাটে ভিডিও এডিটিং ডিরেকশনে। কোন ভাবেই যেন থেমে থাকেন না তিনি।

পড়াশোনার পাশাপাশি ইচ্ছা ছিল নাটকে কিংবা সিনেমায় অভিনয় করার তবে সে আশা যেন নিভু নিভু অবস্থাতেই ছিলো। অভিনয়ে নিজেকে আগলে ধরতে চেয়েও পারেননি খ্যাতিমান ভিডিও সম্পাদক। তবে নিজেকে থামিয়ে রাখেননি বলে জানিয়ে তিনি বলেন, আমি থেমে নেই যদিও অভিনয় করার ইচ্ছে নিয়ে মিডিয়ায় পা রাখি তবে বর্তমান বাজারে সিনেমা বা নাটক যে যেখানেই কাজ করুক না কেন প্রতিটা জায়গাতেই প্রতিযোগিতা রয়েছে আর তাই নিজেকে
আরও পরিপূর্ণ করতেই আমি এখনো থেমে নেই। তা-ছাড়াও আমার এডিটিংয়ে অনেক বড় বড় নির্মাতাদের কাজ আমি এডিট করছি।


সফলতা প্রসঙ্গে সজল বলেন, ‘কোয়ালিটি না থাকায় এখন বাইরে ফ্রিল্যান্স কাজটা খুব খারাপ দিকে চলে যাচ্ছে। এ কথা সত্য যে, একটি কাজের পেছনে হাজারো বাধা-বিপত্তি থাকবেই। তবে ওই কাজে লেগে থাকতে পারলে সফলতা আসবেই।’ আর আমি আমার কাজে লেগে আছি তাই আমি সফল।


সর্বশেষ সংবাদ