অর্থ আত্মসাত: পলিটেকনিক কোষাধ্যক্ষের ৫ বছরের কারাদণ্ড

প্রতীকি ছবি
প্রতীকি ছবি  © ফাইল ফটো

অর্থ আত্মসাতের দায়ে খুলনা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের কোষাধ্যক্ষ আইয়ুব আলী খানকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে ৩৯ লাখ ৪১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার খুলনা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার এই রায় ঘোষণা করেন। আদালতের পিপি আইনজীবী শেখ লুৎফুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০১৩ সালে খুলনা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের কোষাধ্যক্ষের দায়িত্বে থাকাকালে আইয়ুব আলী ৩৯ লাখ ৪১ হাজার ৭৫০ টাকা আত্মসাত করেন। এ ঘটনায় ২০১৩ সালে তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করেন অধ্যক্ষ সিদ্দিকুর রহমান। দীর্ঘ শুনানি শেষে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ