টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, বিপ্লবের অভিষেক

  © ফাইল ফটো

ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত জিম্বাবুয়ের। ব্যাটিংয়ে সাকিবের বাংলাদেশ। সিরিজের প্রথম টি-২০তে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়েছে টাইগাররা। এদিকে তরুণদের মধ্যে লেগ স্পিনার হিসেবে আমিনুল ইসলাম বিপ্লবের অভিষেক হয়েছে।

আজ জিতেল ফাইনাল নিশ্চিত বাংলাদেশের। এমন পরিসংখ্যান নিয়ে সন্ধ্যায় মাঠে নামবে সাকিববাহিনী। অন্যদিকে এই ম্যাচ হেরে গেলে এক ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট থেকে বিদায় হয়ে যাবে জিম্বাবুয়ের। এখন পর্যন্ত ত্রিদেশীয় সিরিজে দুটি করে ম্যাচ খেলেছে টুর্নামেন্টের তিন দলই। এর মধ্যে ২ ম্যাচেই জয় নিয়ে ৪ পয়েন্টে সবার উপরে আছে আফগানিস্তান। ফাইনাল খেলা মোটামুটি নিশ্চিত রশিদ খানদের।

সাকিব আল হাসানের দল ২ ম্যাচে জিতেছে একটিতে, পয়েন্টও ২। আর জিম্বাবুয়ে দুই ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি। সবার নিচে আছে তারা। আজ তাই জিম্বাবুয়ের জন্য বাঁচামরার লড়াই। জিতলে তারা টুর্নামেন্টে টিকে থাকবে। শেষ ম্যাচে খেলতে নামবে আফগানিস্তানের বিপক্ষে। সেই ম্যাচটি হারলেও তখন ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে, যদি বাংলাদেশ শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হারে। তবে সেক্ষেত্রে জিম্বাবুয়েকে এগিয়ে থাকতে হবে রানরেটে। আর যদি বাংলাদেশ আর আফগানিস্তান দুই দলকেই হারায়, তবে তো ফাইনাল নিশ্চিত। তখন বাদ পড়বে বাংলাদেশ।

আজ হারলে আর কোনো হিসেব-নিকেশ বাকি থাকবে না জিম্বাবুয়ের। বিদায় নিশ্চিত হয়ে যাবে, আর বাংলাদেশেরও নিশ্চিত হয়ে যাবে ফাইনাল। শেষ ম্যাচটি হবে কেবল আনুষ্ঠানিকতা।

টাইগাররা যদি আজ হারে, তবে শেষ ম্যাচে আফগানিস্তানকে হারাতেই হবে। তবে হারাতে না পারলেও কাগজে কলমে সুযোগ থাকবে। যদি জিম্বাবুয়ে আজ জেতার পর শেষ ম্যাচে আবার আফগানিস্তানের কাছে হারে। তখন রানরেটের লড়াই হবে বাংলাদেশ-জিম্বাবুয়ের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক) মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান

জিম্বাবুয়ে সম্ভাব্য একাদশ : ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক) হ্যামিলন্টন মাসাকাজা (অধিনায়ক) ক্রিগ এরভিন, শন উইলিয়ামন, টিনোটেন্ডা মুতোম্বোজি, রায়ান বার্ল, রেগিস চাকাবা, নেভিল মাদজিভা, কাইল জার্ভিস, এইন্সলি এদুলুভু, টেন্ডাই চাতারা।


সর্বশেষ সংবাদ