ছয় মাসের মধ্যেই শক্তিশালী টি-টোয়েন্টি দল : নান্নু

  © সংগৃহীত

সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শক্তিশালী দল হলেও বরাবরের মত টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পার্ফরমেন্স হতাশাজনক। এমনকি সর্বশেষ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের কাছে বেশ বাজেভাবেই হারে টাইগাররা। তবে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর দাবি, আগামী ছয় মাসের মধ্যেই একটি শক্তিশালী টি-টোয়েন্টি দল তৈরি করতে পারবেন তারা।

পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত ৮৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৫৮টিই হেরেছে টাইগাররা।

সাংবাদিকদের সাথে আলাপকালে নান্নু আরো বলেন, ‘সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। এটা নিয়ে কোচ ও টিম ম্যানেজমেন্টের সাথে একটি পরিকল্পনা করা হয়েছে। ইনশাআল্লাহ, আশা করি আগামী ছয় মাসের মধ্যে টি-টোয়েন্টির একটা স্কোয়াড আমরা দাঁড় করাতে পারব।’

আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসর। এখন দেখার বিষয় তার আগে আসলেই নির্বাচকরা একটি শক্তিশালী টি-টোয়েন্টি দল তৈরি করতে পারে কি না?


সর্বশেষ সংবাদ