‘প্রতিটি শিক্ষার্থীই দেশের ক্রীড়াঙ্গনের হাল ধরবে’

  © ফাইল ফটো

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম বলেছেন, প্রতিটি শিক্ষার্থীই আগামী দিনে এ দেশের ক্রীড়াঙ্গনের হাল ধরবে। তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বাংলাদেশের সুনাম অর্জন করবে এবং সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সততার সঙ্গে কাজ করবে।

গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বগুড়ার ইউনিক পাবলিক স্কুলে আন্তঃশ্রেণিভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন স্কুলের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সহকারী শিক্ষক সাঈদ যুবায়ের পিনুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান তনছের আলী প্রামাণিক। এছাড়া অনুষ্ঠানে ন্যানের মধ্যে বিশেষ অতিথি বগুড়া জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা, প্রধান শিক্ষক মানিক রতন, সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ