যুবাদের বোলিং তোপে ১০৬ রানে অলআউট ভারত

  © ফাইল ফটো

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনাল ম্যাচে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১০৬ রানে অলআউট হয়েছে ভারতীয় যুবারা। শিরোপা জিততে এখন বাংলাদেশকে নির্ধারিত ৫০ ওভারে করতে হবে মাত্র ১০৭ রান।

শনিবার শ্রীলংকার প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নিয়মিত উইকেট হারাতে থাকে ভারত। নির্ধারিত ৫০ ওভারের মধ্যে ৩২.৪ ওভার খেলে মাত্র ১০৬ রান তুলতে সক্ষম হয় ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ (৪৩) রান করেছেন করান লাল, দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ (৫৭) রান করেছেন জুরিল, আর ২৫ বলে ১৯ রান করেছেন রজত। এছাড়া, আর কোনো খেলোয়াড় দুই অংকের ঘরে যেতে পারেনি। উল্টো শুন্য (০) রানে আউট হয়েছেন তিন ব্যাটসম্যান।

অন্যদিকে, দারুণ শুরু করা বাংলাদেশি বোলারদের মধ্যে শামীম ও মৃত্যুঞ্জয় চৌধুরী নিয়েছেন তিনটি করে উইকেট। এরমধ্যে শামীম ৬ ওভার বল করে মাত্র ৮ রান দিয়ে পেয়েছেন তিন উইকেট। আর মৃত্যুঞ্জয় চৌধুরী ৭.৪ ওভার বল করে ১৮ রান খরচায় পেয়েছেন তিন উইকেট। এছাড়া, শাহীন ও তানজীম নিয়েছেন একটি করে উইকেট।

 


সর্বশেষ সংবাদ