আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের সূচি চূড়ান্ত

  © সংগৃহীত

আফগানিস্তান, জিম্বাবুয়ে ও বাংলাদেশকে নিয়ে ত্রিদেশী সিরিজটা মোটামুটি ঠিকি ছিল। আইসিসি জিম্বাবুয়ের সদস্য পদ স্থগিত করায় এ সিরিজ নিয়ে কিছুটা শঙ্কা জেগেছে। তবে সবকিছু কাটিয়ে জিম্বাবুয়ে অবশেষে ঢাকায় পৌঁছেছে। এরইমধ্যে আফগানিস্তান আর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের চূড়ান্ত সূচিও তাই প্রকাশ করেছে বিসিবি।

এরআগে গত (৩০ অগাস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট ম্যাচের কথা জানিয়েছে বিসিবি। আফগানদের বিপক্ষে ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়া সে একমাত্র টেস্ট হরেছে বাংলাদেশ। খারাপ সময়ে গেলেও সেটা অনুভব করা সময় তেমন নেই। ইতমধ্যে টি-টোয়েন্টির প্রস্তুতি শুরু করে দিয়েছে জিম্বাবুয়ে।

সিরিজ নির্ধারণের জন্য প্রতিটি দল একে অন্যের বিপক্ষে দুবার করে মুখোমুখি হয়ে নির্ধারিত হবে সেরা দুই দল। ২৪ সেপ্টেম্বর মিরপুরেই হবে ফাইনাল। তবে এবার টি-টোয়েন্টি টুর্নামেন্টের তিনটি ম্যাচ হবে চট্টগ্রামে।

সূচী

 


সর্বশেষ সংবাদ