৩৭৪ রানের লিড নিয়ে দিন শেষ আফগানদের

প্রথম ইনিংসে ১৪০ রানে এগিয়ে থেকে সুবিধাজনক অবস্থানে ছিল আফগানিস্তান। দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশী স্পিনারদের ভালোভাবেই মোকাবেলা করেছে তারা। তৃতীয় দিন শেষে ৮৩ দশমিক ৩ ওভার ব্যাট করে ২৩৭ রান সংগ্রহ করেছে। হারিয়েছে ৮ উইকেট। দুই ইনিংশ মিলিয়ে ইতোমধ্যে ৩৭৪ রানের বড় লিড পেয়ে গেছে সফরকারীরা।

রোববার টেস্টের চতুর্থ দিনে ব্যাট করতে নামবে আফগানরা। লক্ষ্য ইনিংস আরো বড় করা। চতুর্থ দিন খেলা শুরু হবে ২০ মিনিট আগে থেকে।

এর আগে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই পর পর দুই বলে আফগানিস্তানের দুই উইকেটের পতন হয়। সাকিবের করা প্রথম ওভারের তৃতীয় বলে এলবিডব্লিউর শিকার হন এহসানউল্লাহ জানাত (৪)। এরপর সাকিবের ফ্লাইটেড ডেলিভারি খানিকটা ক্রিজ থেকে বের হয়ে এসে ব্লক করতে গেলে কট এন্ড বোল্ড হন প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো রহমত শাহ।

তৃতীয় উইকেটে জুটিতে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে সফরকারীরা। ১৪ ওভারে ২৪ রান যোগ করেন ইব্রাহিম জাদরান ও হাসমতউল্লাহ শহীদি। নাঈম হাসানের ঘূর্ণিতে ডিফেন্স করতে গিয়ে প্রথম স্লিপে সৌম্য সরকারকে ক্যাচ দিয়েছেন শহীদি (১২)।

এর পর আফসার আজগারকে (৫০) ফেরান তাইজুল ইসলাম। লাঞ্চের পর বড় লিডের দিকে যাচ্ছিল সফরকারীরা। সেঞ্চুরির দিকে এগিয়ে যাওয়া ইব্রাহিম জাদরানকে ফেরান নাঈম হাসান। ইব্রাহিম ছয়টি চার ও চারটি ছক্কার মারে করেন ৮৭ রান। শেষ পর্যন্ত মিরাজের বলে মোহাম্মদ নবী এবং রশিদ খান আউট হন। কায়েস হামাদ সাকিবের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে আউট হন। ২৬ বলে ১৪ রান করে ফেরেন কায়েস হামাদ।

নবম উইকেট জুটিতে উইকেট কিপার ব্যাটসম্যান আফসার জাজাই এর সাথে যুক্ত ইয়ামিন আহমাদ জাই। আহমাদের এক বল মোকাবেলা করার মাধ্যমে তৃতীয় দিনের খেলা শেষ হয়।


সর্বশেষ সংবাদ