গোলাম রাব্বানীর প্রচেষ্টায় চাকরি পেল টিএসসির সেই কণা

  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যারা নিয়মিত যান তাদের সবার নিকটই পরিচিত পূর্বকোণের কণার চায়ের দোকান।চায়ের দোকান চালিয়ে নিজের লেখাপড়া করানোর পাশাপাশি ক্যান্সার আক্রান্ত অসুস্থ বৃদ্ধা মায়ের সংসার চালিয়ে আসছে সে। তবে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর প্রচেষ্টায় চাকরির ব্যবস্থা হয়েছে কণার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে নিয়োগ পাচ্ছে কণা।

এ নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন গোলাম রাব্বানী। সেখানে তিনি লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি যতটা পরিচিত আড্ডাবাজদের কাছে, ঠিক ততোটাই পরিচিত পূর্বকোণের কণার চায়ের দোকানটি। বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকেই দেখছি, ছোট একটা মেয়ে চায়ের দোকান চালিয়ে একদিকে নিজের লেখাপড়া অন্যদিকে অসুস্থ বৃদ্ধা মায়ের সংসার চালিয়ে আসছে।’

তিনি বলেন, ‘বইমেলার সময় সহসা কণার টি-স্টলসহ টিসসির দোকানগুলো বন্ধ করে মানবিক সাহায্যের আবেদন নিয়ে ক্যান্সার আক্রান্ত মাকে নিয়ে কণা ছাত্রলীগের শরণাপন্ন হয়। ছাত্রলীগের উদ্যোগে তখন খুলে দেয়া হয় টিএসসির দোকানগুলো। আমরা কথা দিয়েছিলাম, এইচএসসি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ কণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি চাকরির আপ্রাণ চেষ্টা করবো।’

কণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ে ‘অফিস সহকারী’ পদে যোগদানের নিয়োগপত্রটি হাতে পেয়েই আনন্দাশ্রু নিয়ে ছুটে এসেছে ছাত্রলীগের বড় ভাইয়ের কাছে উল্লেখ করে তিনি বলেন, ‘অসহায় মেয়েটি অন্তঃপ্রাণ ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ এবং ছাত্রলীগের নিউক্লিয়াস 'ঢাকা বিশ্ববিদ্যালয়' শাখা ছাত্রলীগকে। জীবনসংগ্রামের অদম্য যোদ্ধা, আমাদের সবার প্রিয় ছোটবোন, টিএসসির কণার জন্য সবাই দোয়া করবেন।’


সর্বশেষ সংবাদ