রমজানের জন্য চেকলিস্ট বানালেন আয়মান সাদিক

আয়মান সাদিক
আয়মান সাদিক

আসন্ন পবিত্র মাহে রমজানে কোন কোন কাজটি করেছেন/ করবেন, রমজান উপলক্ষে এক্সুসিভ রুটিন তৈরি করে তার ইউটিউব চ্যানেল Ayman Sadik এ প্রায় ৪ মিনিটের সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করেছেন।

সেখানে তিনি তার তৈরি কর চেকলিস্টে উল্লেখ্য করেছেন, প্রথমে তার কাজের তালিকা তৈরি করে সেখানে ৩০ দিনের জন্য একটা স্পেস রাখা হয়েছে। তারপর সেখানে প্রতি দিনের করা বা না করা কাজের সামনে টিক মার্ক অথবা ক্রস মার্ক ব্যবহার করে কাজের হিসেবের কথা বলেছেন।

মূলত তিনি সেখানে পাঁচ ক্যাটাগরির কাজের কথা তুলে ধরছেন যেমন রোজা, নামাজ, কোরআন তেলোয়াত, হাদিস, সামাজিক এবং সময়।

 


সর্বশেষ সংবাদ