জেলা-উপজেলায় পরীক্ষার আলাদা কেন্দ্র নয় কেন: হাইকোর্ট

পাবলিক পরীক্ষা ও চাকরির বিভিন্ন নিয়োগ পরীক্ষা নেয়ার জন্য দেশের প্রতিটি জেলা-উপজেলায় আলাদাভাবে পরীক্ষার হল নির্মাণে কেন নির্দেশ দেয়া হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ রবিবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সরদার জাকির হোসেন।

এর আগে গত আগস্ট মাসে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সরদার জাকির হোসেন।

তিনি গণমাধ্যমকে এ বিষয়ে বলেন, ‘প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) জেএসসি-জেডিসি, এসএসসি, এইচএসসি ও ডিগ্রি পরীক্ষাসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার কারণে জেলা-উপজেলার শিক্ষা-প্রতিষ্ঠানগুলো বছরের অনেক সময় বন্ধ থাকে। ফলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হয়। যে কারণে গত আগস্ট মাসে হাইকোর্টে রিট দায়ের করেছি।

একইসঙ্গে আগামী ৪ সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, গণপূর্ত সচিব এবং জেলা প্রশাসকসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।


সর্বশেষ সংবাদ