ইবির ‘সি’ ইউনিটরে ফল প্রকাশ, ৮৯ শতাংশ ফেল

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে পাশের হার শতকরা ১০ দশমিক ৮২ শতাংশ।

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারীর নিকট আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করেন ‘সি’ ইউনিটের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. জাকারিয়া রহমান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার টেকনিক্যাল উপ-কমিটির সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফসহ ইউনিট সমন্বয়কারী অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট ইউনিট সূত্রে জানা যায়, এ বছর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮ হাজার ৯৩০ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৭ হাজার ৭২৬ জন ভর্তিচ্ছু। এরপর এদের মধ্যে কৃতকার্য হন ৮৩৬ জন। যেখানে পাশের হার শতকরা ১০.৮২ শতাংশ।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd ) থেকে জানা যাবে।

 


সর্বশেষ সংবাদ