৩ জুন খুলছে নোবিপ্রবির অফিস

করোনা সংকটের মধ্যেই সীমিত পরিসরে কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। তবে ক্লাস-পরীক্ষা এবং আবাসিক হলসমূহ এখনো চালু হচ্ছে না। শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. আবুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দাপ্তরিক কার্যক্রম অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধানের তত্বাবধানে আগামী ৩ জুন থেকে সীমিত আকারে পরিচালিত হবে। এজন্য সংশ্লিষ্ট অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধানগণসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীগণকে কর্মস্থলে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

আরও বলা হয়, অনিবার্যকারণে কোনো প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত কেউ (বিভাগীয় চেয়ারম্যান) অনুপস্থিত থাকলে দায়িত্বভার সাময়িকভাবে কর্মস্থলে উপস্থিত জ্যেষ্ঠ শিক্ষক/কর্মকর্তার নিকট প্রদান করার জন্য অনুরোধ করা হলো।

তবে ক্লাস, পরীক্ষা এবং আবাসিক হলসমূহ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।


সর্বশেষ সংবাদ