শিশুদের পাশে দাঁড়াতে ফান্ড রাইজিং কর্মশালা করছে এসডিএস

  © টিডিসি ফটো

করোনার সময়টায় নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে বিশেষ ফান্ড রাইজিং কর্মশালার আয়োজন করেছে সুনামগঞ্জ ডিবেটিং সোসাইটি (এসডিএস)। বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সার্বিক সহযোগিতায় আগামী ১৪ মে থেকে ২৪ মে পর্যন্ত সাতটি ক্লাসের মাধ্যমে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

কর্মশালায় বিতর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। সুনামগঞ্জ ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক অনিক চৌধুরী তপু জানান, রেজিস্ট্রেশন থেকে প্রাপ্ত অর্থের সম্পূর্ণ অংশ সুনামগঞ্জের সরকারি শিশু পরিবারে প্রদান করা হবে।

কর্মশালা সম্পর্কে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি শত শত ট্রফি অর্জনের চেয়েও মানবিক মানুষ হওয়াটা অধিক প্রয়োজন। আর একারণেই আমরা মানুষের পাশে দাড়ানোর উদ্দেশ্যে এই কর্মশালাটি আয়োজন করেছি।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে হবিগঞ্জ ডিবেটিং সোসাইটি এবং মৌলভীবাজার ডিবেটিং সোসাইটি তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। আমরা আশা করি, আরো অনেকেই কর্মশালায় রেজিস্ট্রেশন করার মাধ্যমে আমাদের এই উদ্যোগে অংশগ্রহণ করবেন।’

উল্লেখ্য, (https://facebook.com/events/s/sds-fundraiser-workshop-week-2/2691340701089452/?ti=c) ফেসবুক লিংকের মাধ্যমে কর্মশালাটিতে রেজিস্ট্রেশন শন করা যাবে।


সর্বশেষ সংবাদ