এবার পিপিই সেলাই করতে বসে গেলেন বুয়েটের অধ্যাপক

  © সংগৃহীত

করোনাভাইরাস ‍নিয়ে গোটা বিশ্বই এখন স্থবির হয়ে পড়েছে। করোনা মোকাবিলায় দেশগুলোর নাকানি-চুবানি খাওয়ার মতো অবস্থা। বাদ যায়নি বাংলাদেশও। করোনাভাইরাসের কারণে কার্যত স্থবির হয়ে পড়েছে গোটা দেশ।

এ অবস্থায় করোনা মোকাবিলায় সরকারি-বেসরকারিভাবে নানা ধরণের উদ্যোগ নেয়া হচ্ছে। অনেকে ব্যক্তিগতভাবেও যতটুকু সম্ভব কাজ করছেন।

এর মধ্যেই দারুন উদাহরণ তৈরি করলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একজন জ্যেষ্ঠ অধ্যাপক। চিকিৎসকদের জন্য নিজেই সেলাইমেশিনে পিপিই সেলাই করতে বসে গেছেন তিনি।

বুয়েটিয়ান নামে একটি ফেসবুক পেজে তার ছবি দিয়ে স্ট্যাটাস দেয়া হয়েছে। তাতে লেখা হয়েছে, ‘নিচের ছবিতে যাকে দর্জির মত পিপিই সেলাই করতে দেখছেন, তিনি আসলে দর্জি না, বুয়েটের মেকানিক্যাল ডিপার্টমেন্টের শ্রদ্ধেয় প্রফেসর ড. মাকসুদ হেলালী স্যার। ছবিটা দেখেই স্যারের জন্য শ্রদ্ধা ও গর্বে বুকটা ভরে উঠলো। আল্লাহ পাক উনাকে আরো নেক হায়াত দান করুন।’

ছবির হ্যাশট্যাগে করোনা ক্রাইসিস লেখা হয়েছে।


সর্বশেষ সংবাদ