ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে তালা খুলে দিয়েছে ইতিহাস বিভাগ

  © টিডিসি ফটো

নির্ধারিত সময়ের আগেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রশাসনিক ভবনের তালা খুলে দিয়েছে ইতিহাস বিভাগের আন্দোলনরত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মুহম্মদ নূরউদ্দিন আহমেদ, প্রক্টর ড. রাজিউর রহমান, ছাত্র উপদেষ্টা কাজী মসিউর রহমানসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থীদের উপস্থিতিতে ভবনটির তালা খুলে দেয়া হয়।

এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতি আস্থা রেখে এবং শিক্ষক শিক্ষার্থীদের কথা চিন্তা করে আগামী রবিবার থেকে একাডেমিক ও প্রশাসনিক ভবনের তালা খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়। তবে রবিবার আসার আগেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তালা খুলে দেয় শিক্ষার্থীরা।

উল্লেখ্য গত ৬ ফেব্রুয়ারি থেকে ইউজিসি কর্তৃক ইতিহাস বিভাগের অনুমোদনের দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলানোয় বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম ১০ দিন যাবৎ বন্ধ রয়েছে।


সর্বশেষ সংবাদ