তদন্ত কমিটির প্রতি আস্থাশীল আন্দোলনকারীরা, রবিবার শুরু একাডেমিক কার্যক্রম

  © ফাইল ফটো

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতি আস্থা রেখে এবং শিক্ষক শিক্ষার্থীদের কথা চিন্তা করে আগামী রবিবার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) একাডেমিক ও প্রশাসনিক ভবনের তালা খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতিহাস বিভাগের আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন তারা।

বিভাগটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী করিমুল হক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘আমরা কমিটির প্রতি আস্থা রেখে ও সকলের কথা চিন্তা করে রবিবার একাডেমিক এবং প্রশাসনিক ভবনের তালা খুলে দিবো। তবে পাঁচ তারিখের মধ্যে অনুমোদন প্রদান না করলে আবারো সকল ভবনে তালা ঝুলিয়ে কঠোর আন্দোলন শুরু করবো।’’

উল্লেখ্য গত ৬ ফেব্রুয়ারী থেকে ইউজিসি কর্তৃক ইতিহাস বিভাগের অনুমোদনের দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলানোয় বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম ১০ দিন যাবৎ বন্ধ রয়েছে।


সর্বশেষ সংবাদ