প্রেমের সমবন্টনে বিক্ষোভ সিঙ্গেল শিক্ষার্থীদের

প্রেমের সমবন্টনের দাবিতে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নিজেদের সিঙ্গেল দাবি করে বিক্ষোভ করে তারা।

শুক্রবার বিকেলে জয়বাংলা চত্বর থেকে পৃথক পৃথক ব্যানারে প্রায় শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণ নয়টি বিক্ষোভ মিছিল বের করা হয়। এছাড়া মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে তারা। এসময় বিভিন্ন দাবি সম্বলিত স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস।

নিজেদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সিঙ্গেল শিক্ষার্থীরা বলেন, ‘আমরা প্রেমের বিপক্ষে নই, কিন্তু একজনের বহুপ্রেমের বিপক্ষে। আমরা চাই প্রেমের সমবন্টন হোক।’

এদিকে বিক্ষোভ মিছিল ছাড়াও প্রেম বঞ্চিত সংঘের উদ্যোগে বেলা ১১টায় প্রেম বঞ্চিত চত্বর উদ্বোধন করা হয়। বিকেল ৫টায় গণসাক্ষর কর্মসূচি আয়োজন করা হয় এবং সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সর্বশেষ সংবাদ