শহীদ বুদ্ধিজীবী দিবসে ডুয়েট ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন

  © টিডিসি ফটো

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(ডুয়েট), গাজীপুর এর শাখা ছাত্রলীগের উদ্যোগে (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের স্মরণে সন্ধ্যা সাড়ে ৬ টায় ডুয়েট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্জ্বলন ও শহীদ বুদ্ধিজীবীদের স্বরণে এক মিনিট নিরবতা পালন কর হয়।

এ সময় ডুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিনয় ব্যানার্জীর নেতৃত্বে বিভিন্ন নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন। ডুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিনয় ব্যানার্জী ১৪ ডিসেম্বর কে আন্তর্জাতিক বুদ্ধিজীবী দিবস হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে অনুরোধ জানান।

বিনয় ব্যানার্জী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদেরা আত্নত্যাগের মধ্য দিয়ে যে সোনার বাংলা আমাদের বিনির্মান করে দিয়েছেন। সেই সকল বীরদের চেতনাকে ধারণ-লালন একটি সুন্দর-সমৃদ্ধ সোনার বাংলা গড়বো। সকলে মুক্তিযোদ্ধাদের চেতনাকে ধারণা-লালন করে। তারই ধারাবাহিকতায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আজকে আমাদের এই কর্মসূচি।


সর্বশেষ সংবাদ