হাবিপ্রবির ২য় সমাবর্তন আগামী নভেম্বরে

  © ফাইল ফটো

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সমাবর্তন আগামী বছরের নভেম্বর/ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এমনটাই সিদ্ধান্ত হয়েছে বলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. ফজলুল হক।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৫৩তম সভা অনুষ্ঠিত হয়। সভায় সকলের মতামতের ভিত্তিতে আগামী বছরের নভেম্বর মাসে ২য় সমাবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে প্রায় এক দশক পূর্বে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। আগামী বছর সমাবর্তন হলে সেটি হবে ২য় তম। একাডেমিক কাউন্সিলে সমাবর্তনের বিষয়টি সিদ্ধান্ত হওয়ায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। এদিকে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মু.আবুল কাসেমকে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান অনেক শিক্ষার্থীরা উপাচার্যের এমন সাহসী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।

উল্লেখ্য, ২০১০ সালের ৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন অনুষ্ঠিত হয়। ১ম থেকে ৬ষ্ট ব্যাচের ৯৫০ জন শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত ঐ সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তখনকার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও সমাবর্তনে বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিন।

দেখুন: সবাই চাইলে প্রতিষ্ঠার পর দ্বিতীয় সমাবর্তন করতে চায় হাবিপ্রবি

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. ফজলুল হক জানান, অত্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে আজকের একাডেমিক কাউন্সিলের সভা সম্পন্ন হয়েছে। সভায় উপস্থিত সকলের মতামতে সমাবর্তনের বিষয়টি পাশ হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের নভেম্বরে আমরা সমাবর্তন করতে পারবো বলে আশাবাদী।


সর্বশেষ সংবাদ