কানাডায়ও ‘আবরার হত্যার বিচার চাই’

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার হত্যার বিচার দাবিতে কানাডায় মানববন্ধন করেছে। আজ বৃহস্পতিবার ইউনিভার্সিটি অব আলবার্টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বুয়েটের সাবেক শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে অংশগ্রহনকারীরা বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন। এতে লেখা রয়েছে— ‘আবরার হত্যার বিচার চাই’, শিক্ষাঙ্গনে সন্ত্রাস বন্ধ হোক’, ‘নির্যাতনের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি’,‘জাস্টিস ফর আবরার’,‘স্টপ ভায়োলেন্স’ প্রভৃতি।

বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশন অব এডমন্টন (বিসিএই) এবং বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধনটি আয়োজন করা হয়।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির ২৬ ছাত্রকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

হত্যাকাণ্ডের পর বুয়েট কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে বুয়েট কর্তৃপক্ষ।

যে ২৬ ছাত্রকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে তাদের মধ্যে ২৫ জন আবরার ফাহাদ হত্যাকাণ্ডের চার্জশীটভুক্ত আসামী।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন ছাত্রলীগ বুয়েট শাখার সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলসহ সংগঠনটির আরো কিছু সাবেক নেতা-কর্মী।

আবরার ফাহাদ হত্যা মামলায় সব মিলিয়ে ২৫ জনকে অভিযুক্ত করে গত ১৩ নভেম্বর চার্জশীট তৈরি করেছে ঢাকার গোয়েন্দা পুলিশ।


সর্বশেষ সংবাদ