হাবিপ্রবি’র ১৩৩ শিক্ষককে গবেষণা প্রকল্পের চেক প্রদান

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৩৩ জন শিক্ষককে গবেষণা প্রকল্পের চেক প্রদান করা হয়েছে। ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং এর আয়োজনে সোমবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম -২ এ আনুষ্ঠানিকভাবে এসব চেক বিতরণ করা হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মু. আবুল কাসেম। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড.বিধান চন্দ্র হালদার ও রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআরটি’র পরিচালক প্রফেসর ড.মো.তারিকুল ইসলাম।   

আইআরটি’র সহকারী পরিচালক মো. শাহজাহান মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, বিশ্ববিদ্যালকে এগিয়ে নিতে হলে গবেষণার বিকল্প নেই । গুণগত গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং উপরে ওঠে।

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা গবেষণাকর্মে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্যখ সহযোগিতা করবে। আমি আশা করবো আপনারা ভালো ভালো গবেষণা করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবেন।    


সর্বশেষ সংবাদ