যোগদানপত্র খুঁজে না পাওয়ায় বেতন বন্ধ সহকারী অধ্যাপকের

সহকারী অধ্যাপক পদে যোগদানপত্র খুঁজে না পাওয়ায় বেতন-ভাতা বন্ধ রাখা হয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মাদ রুবাইয়াত রহমানের।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নুরুদ্দীন আহমেদ জানান, ‘তিনি সহকারী অধ্যাপক হিসেবে বেতন উত্তোলন করছেন কিন্তু তার ব্যক্তিগত নথিতে আমরা সহকারী অধ্যাপক হিসেবে তার যোগদানপত্র পাচ্ছিলাম না। এ কারণে গত ৩০ অক্টোবর তার বেতন ভাতা বন্ধ রাখার নির্দেশ দেই। তবে সম্প্রতি আমরা তার যোগদানপত্রটি খুঁজে পেয়েছি।’

যোগদানপত্র পাওয়ার পর রুবাইয়াত রহমানের সমস্যাটির সমাধান হবে কিনা এমন প্রশ্নের জবাবে ড. নুরুদ্দীন আহমেদ বলেন, ‘যোগদানপত্র পাওয়া গেলেও এখনো একটি কাগজ নিয়ে সমস্যা রয়েছে। তিনি এনওসি প্রাপ্তির পর বিশ্ববিদ্যালয় থেকে ছুটি গ্রহণ না করেই উচ্চ শিক্ষা অর্জন করতে অন্য দেশে চলে গেছেন। আশা করছি তার ছুটির কাগজটি পাওয়া গেলেই এই সমস্যার সমাধান হবে।’

রুবাইয়াত রহমানের বিষয়ে আইন বিভাগ কোনো অভিযোগ করেছে কিনা এমন প্রশ্নের উত্তরে রেজিস্ট্রার জানান, ‘আইন বিভাগ কোনো অভিযোগ করেনি, তারা শুধুমাত্র রুবাইয়াত রহমানের কর্মস্থলে অনুপস্থিতির কারণ জানতে চেয়েছিলো।’

এর আগে আইন বিভাগের সহকারী অধ্যাপক রুবাইয়াত রহমান তার ব্যক্তিগত ওয়েবসাইটে বেতন-ভাতা বন্ধের বিষয়টি প্রকাশ করেন। ওয়েবসাইটে এই শিক্ষক তার যোগদানপত্র সহ শিক্ষাছুটি সংশ্লিষ্ট অফিস আদেশের কপি আপলোড করে দাবি করেন- তিনি সকল আইন মেনেই উচ্চ শিক্ষা অর্জনের উদ্দেশে গিয়েছেন কিন্তু তারপরেও অক্টোবর ২০১৯ থেকে তার বেতন-ভাতা বন্ধ করে দেয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করা হলে তাকে দুটে কারণ জানানো হয়েছে বলে ওয়েবসাইটে উল্লেখ করেছেন তিনি। যার মধ্যে একটি কারণ হলো আইন বিভাগ থেকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বেতন বন্ধ করা হয়েছে এবং অপরটি হলো তার সহকারী অধ্যাপক পদে যোগদান নিয়ে বিশ্ববিদ্যালয়ের সন্ধিহান।


সর্বশেষ সংবাদ