শাবিপ্রবিতে সন্দেহভাজন শিক্ষকদের ডোপ টেস্ট!

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, বিশ্ববিদ্যালয়ের সন্দেহভাজন মাদকাসক্ত শিক্ষকদের ডোপ টেস্ট করা হবে। তাদের মধ্যে কেউ মাদকাসক্ত থাকলে তাদেরকেও পুনর্বাসনের আওতায় আনা হবে। বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

জানা যায়, দেশে প্রথমবারের মত ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গত ১২ নভেম্বর থেকে শুরু হওয়া ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাধ্যমে এ কার্যক্রমের শুরু হয়।

এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে জানিয়ে ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন,  এ কার্যক্রম সারাবছর চলবে। প্রত্যেক ইয়ারব্যাপী বিনামূল্যে ডোপ টেস্ট করা হবে। তাছাড়া, হল এবং ডিপার্টমেন্টে নিয়মিত অভিযান চালিয়ে যাদেরকে সন্দেহ হবে তাদেরকে ডোপ টেস্ট করা হবে। যাদের পজিটিভ আসবে তাদেরকে রিহ্যাবের আওতায় আনা হবে।


সর্বশেষ সংবাদ