বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে আসনপ্রতি লড়বে ৪৬ পরীক্ষার্থী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদনপত্র জমার সময় শেষ হয়েছে। এবার চারটি অনুষদের অধীনে ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে প্রায় ৪৬ জন ভর্তিচ্ছু প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২২ নভেম্বর।

বিশ্ববিদ্যালয় কম্পিউটার সেন্টারের তথ্য মতে, এবার চারটি অনুষদের অধীনে প্রায় ১৮০টি আসনের বিপরীতে ৮ হাজার ৩০৯টি আবেদন জমা পড়েছে। এ হিসেবে আসনপ্রতি ৪৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর মধ্যে প্রতিযোগিতা হবে।

সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি(এফইটি) অনুষদে। এই ইউনিটে ৩৫টি আসনের বিপরীতে ২ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী আবেদনপত্র জমা দিয়েছেন। ফলে এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৭৯ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়াও ফ্যাকাল্টি অব শিপিং এডমিনিস্ট্রেশন(এফএসএ) অনুষদে ৩৫টি আসনের বিপরীতে ১ হাজার ৯৯১ জন, ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স এন্ড পলিসি(এফএমজিপি) অনুষদে ৩৫ টি আসনের বিপরীতে ১ হাজার ৬২৮ জন, ফ্যাকাল্টি অব আর্থ এন্ড ওশান সায়েন্স অনুষদে আনুমানিক ৭৫ টি আসনের বিপরীতে ১ হাজার ৯১৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্যাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে(www.bsmrmu.edu.bd) পাওয়া যাবে।"