কুয়েটে ছাত্রদের সংঘর্ষ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে (কুয়েট) দুই হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবারের ওই ঘটনায় ১০ শিক্ষার্থী আহত হন।

পরে ছাত্রদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।  একইসাথে আজ শনিবার বিকেল ৫টার মধ্যে ছাত্রদের ও রোববার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে কুয়েটের রেজিস্ট্রার জি এম শহিদুল আলম বলেন, শুক্রবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে অমর একুশে হল ও ফজলুল হক হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাঁচ থেকে ছয়জন আহত হয়। পরে রাতে বিষয়টি নিয়ে হলগুলোতে উত্তেজনা সৃষ্টি হলে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, উত্তেজনা দেখা দিলে রাতেই ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি এখন স্বাভাবিক। শিক্ষার্থীরা হল ছেড়ে চলে যাচ্ছেন।


সর্বশেষ সংবাদ