বুয়েটে বহিরাগতদের হল ছাড়ার নির্দেশ

বুয়েট
বুয়েট  © ফাইল ফটো

রবিবার দুপুরের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অবস্থানরত বহিরাগতদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বুয়েট প্রশাসনের পক্ষ থেকে এ নির্দেশ দেয়া হয় বলে জানা গেছে। শনিবার দুপুরের দিকে বুয়েট প্রশাসনের পক্ষ থেকে এ নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে বুয়েটের শেরে-বাংলা হলের সহকারী প্রভোস্ট গণমাধ্যমকে জানান, রবিবার দুপুরের মধ্যে বুয়েট হলগুলোতে অবস্থানরত মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থী ও বহিরাগতদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও বুয়েটের দু’টি হলের তিনটি কক্ষ সিলগালা করেছে বুয়েট প্রশাসন।

সিলগালা করা কক্ষের মধ্যে আহসানউল্লাহ হলের ১২১ নম্বর রুম রয়েছে, যেটা অফিস রুম হিসেবে ব্যবহৃত হত। বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি জামী উস সানীর ৩২১ রুমও সিলগালা করা হয়েছে। এছাড়া বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও আবরার হত্যা মামলার আসামী মেহেদী হাসান রাসেলের ৩০১২ নম্বর রুম সিলগালা করা হয়েছে।


সর্বশেষ সংবাদ