ছাত্রসংগঠনের অফিস সিলগালা করছে বুয়েট

  © টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সাংগঠনিক রাজনীতি নিষিদ্ধের ঘোষণার পর এবার তা বাস্তবায়নে উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে ছাত্রসংগঠনের রুমগুলো সিলগালা করতে ছাত্রকল্যাণ পরিচালককে নির্দেশ দেয়া হয়েছে। আজ শনিবার থেকে তা কার্যকর করা হবে। 

শুক্রবার (১১ অক্টোবর) বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে নিশ্চিত করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধভাবে যারা আবসিক হলের সিট দখল করে আছে তাদেরকে অতিসত্বর সিট খালি করে দেয়া এবং ছাত্রসংগঠনগুলোর অফিসরুম বন্ধ করে দেয়ার জন্য ছাত্রকল্যাণ পরিচালক ব্যবস্থা নেবেন। আজ শনিবার (১২ অক্টোবর) থেকে উল্লিখিত কাজগুলো শুরু হবে।

একই সাথে ভবিষ্যতে ছাত্ররাজনীতির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পাশাপাশি ক্যাম্পাসে র‌্যাগিং বন্ধে নির্যাতনের অভিযোগের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থার কথা জাননো হয়।


সর্বশেষ সংবাদ