১০ অক্টোবর ২০১৯, ১৫:৩২

আবরার হত্যার নমুনা দেখাল সহপাঠীরা

আবরার হত্যার নমুনা নাটক  © টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে একটি পথনাটক আয়োজন করেছে বুয়েটের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেল তিনটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই নাটকের আয়োজন করে শিক্ষার্থীরা। নাটকটিতে প্রতীকী ভাবে আবরারের হত্যাকাণ্ডের ঘটনা ফুটিয়ে তোলার চেষ্টা করেন অভিনয়কারী শিক্ষার্থীরা।

নাটকটিতে দেখা যায়, আবরার বাড়ি থেকে বুয়েট ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা দিলে তার মা তার সঙ্গে স্নেহ জড়িত কন্ঠে কথা বলেন। আবরার ক্লাস-পরীক্ষার দোহাই দিয়ে বাড়ি থেকে চলে আসে। আসার পর একদিন রাতে কয়েকজন শিক্ষার্থী আবরারকে ২০১১ নাম্বার রুমে ভাইদের নির্দেশ অনুযায়ী ডেকে নিয়ে যায়। রুমে যাওয়ার পর এক পর্যায়ে আবরারকে ' আখ্যা' দিয়ে মারধর শুরু করে কয়েকজন নেতাকর্মী। তাদের মারধরেই মৃত্যু ঘটে আবরারের।