ছাত্ররাজনীতি বন্ধের কারণ দেখি না: প্রধানমন্ত্রী (ভিডিও)

শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি বন্ধ করার কোন কারণ দেখেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের বড় বড় রাজনৈতিক ব্যক্তিরা ছাত্ররাজনীতি করে বর্তমানের জায়গায় এসেছে। এছাড়া আমিও ছাত্ররাজনীতি করেছি। আমি এইগুলো বুঝি, যারা ক্ষমতায় উড়ে এসে বসেন, তারা এই দাবি করতে পারে।

তিনি আরও বলেন, যারা অপরাধের সঙ্গে জড়িত হবে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে। আর একটি ঘটনার জন্য ছাত্ররাজনীতি বন্ধ করে দিতে হবে তা আমি মনে করি না। এছাড়া কোন প্রতিষ্ঠান ছাত্ররাজনীতি বন্ধ করতে চাইলে তা তারা করতে পারে। এক্ষেত্রে আমরা বাঁধা দিব না।

আজকের সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সঙ্গে ছাত্রলীগ জড়িত থাকায় অনেকের শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি বন্ধের দাবি প্রসঙ্গে এ সব কথা বলেন প্রধানমন্ত্রী।


সর্বশেষ সংবাদ