সিসিটিভির ফুটেজ আমি পুলিশকে নিতে বলেছি: শেখ হাসিনা

বুয়েট শিক্ষার্থী আবরারের হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তারা কোন দল করেন তা বিবেচনা বিষয় নয়, অপরাধীকে শাস্তি পেতে হবে।

তিনি আরও বলেন, ‘পুলিশকে সিসিটিভির ফুটেজ আমি নিতে বলেছি। কারণ যেকোন অপরাধের আলামত দোষীরা নষ্ট করার চেষ্টা করে। তাই পুলিশের আইজিপিকে সকালেই বলেছি, সিসিটিভির হার্ডডিস্ক যেন তারা সংরক্ষণ করে। যা তদন্তকাজে লাগবে।’

আজকের সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রসঙ্গে ওঠে। আর তখন এ কথা বলেন প্রধানমন্ত্রী।

গত রোববার দিবাগত রাত তিনটার দিকে বুয়েটের শের-ই-বাংলা হলের একতলা থেকে দোতলায় ওঠার সিঁড়ির মাঝ থেকে আবরারের লাশ উদ্ধার করে পুলিশ। জানা যায়, ওই রাতেই হলটির ২০১১ নম্বর কক্ষে আবরারকে পেটান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা। ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, তাঁর মরদেহে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আবরার বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭ তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।


সর্বশেষ সংবাদ