বশেমুরবিপ্রবিতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

  © টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ৫০১ নাম্বার রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আশিকুজ্জামান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন।

আলোচনা সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম এ সাত্তার, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. বি কে বালা, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. রফিকুন্নেসা আলী, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. নূরউদ্দিন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি মজনুর রশিদ, মনোবিজ্ঞান বিভাগের সভাপতি আবুল কালাম, উপ-রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক এমদাদুল হক, শিক্ষার্থী জাহাঙ্গীর আলম প্রমুখ।

সভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ চর্চার উপর গুরুত্বারোপ করেন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা এবং বাঙালি জাতির মুক্তির জন্য তিনি সারাজীবন সংগ্রাম করেছেন। আমাদের দুর্ভাগ্য আমরা জাতির জনককে রক্ষা করতে পারেনি। তিনি আরো বলেন, আমরা যদি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করি তাহলে তাঁর প্রতি সম্মান জানানো হবে এবং তাঁর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করা যাবে।

এর আগে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বঙ্গবন্ধু বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের -শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরাবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ