বশেমুরবিপ্রবিতে কালের কণ্ঠ শুভ সংঘের যাত্রা শুরু

  © টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশের জনপ্রিয় দৈনিক ‘কালের কণ্ঠ’ এর সেচ্ছাসেবী সংগঠন শুভসংঘ।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ২১৪নং রুমে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সংগঠনটির ২০১৯-২০ বর্ষের জন্য ৫৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

এতে সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শামস্ জেবিন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন একই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এস. কে ইজাজুর রহমান। এছাড়া সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন বশেমুরবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন। আলোচনা সভায় সংগঠনটির সদস্যরা সমাজের যে কোনো উন্নয়নমূলক কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, দরিদ্র ও অসহায় ব্যক্তিদের সহায়তা প্রদানসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের মাধ্যমে দেশের সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে সংগঠনটি


সর্বশেষ সংবাদ