যবিপ্রবিতে খণ্ডকালীন চাকরি মেলা

আইসিটি সেল জাস্ট,ব্যাকবোন লিমিটেড ও ম্যাজান্ড আইটি লিমিটেডের যৌথ আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হয়ে গেল খন্ডকালীন চাকরী মেলা।এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। গতকাল সোমবার (১৫ ই জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিএসএমআর একাডেমিক ভবনের গ্যালারী কক্ষে মেলাটি শুরু হয়।

আয়োজক সূত্রে জানা যায়, ইংরেজিতে দক্ষ বাংলাদেশী শিক্ষার্থীদেরকে জাপানি শিক্ষার্থীদেরকে ইংরেজির উপর দক্ষতা বৃদ্ধির জন্য ‘স্মার্ট লেকচার কারেক্টারস বা এসএলসি’ হিসেবে খন্ডকালীন চাকুরীতে নিয়োগ দেওয়ার জন্য এই মেলার আয়োজন করা হয়েছে। উপযুক্ত শিক্ষার্থীদেরকে খুঁজে পেতে ইংরেজির উপর বিভিন্ন ভাবে পরীক্ষা নেওয়া হয়।গ্যালারী কক্ষে শুরুতেই শিক্ষার্থীরা অনলাইনে বিশ মিনিট ব্যাপী পঞ্চাশ নম্বরের বহু নির্বাচনী প্রশ্নপত্রের উপর একটি পরীক্ষায় অংশ নেয়। পঞ্চাশের এর মধ্যে পয়তাল্লিশ নম্বর প্রাপ্তদেরকে লিখিত পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেয়া হয়।

লিখিত পরীক্ষায় নির্বাচিত শিক্ষার্থীদেরকে ‘ওপেন বুক এক্সাম’ নামক দক্ষতা যাচাই পরীক্ষা দিতে হবে। এটাতে উত্তীর্ণ শিক্ষার্থীরা পরবর্তীতে এ প্রকল্পের জাপানি পৃষ্ঠপোষকদের তত্বাবধানে প্রশিক্ষণ নিয়ে নিজস্ব আইডি ব্যবহার করে খন্ডকালীন চাকরি করার সুযোগ পাবে।

এসএলসি এর ব্যাপারে ব্যাকবোন লিমিটেডের নির্বাহী পরিচালক আরিফ উল্লাহ খান দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, এসএলসি বা ‘স্মার্ট লেকচার কারেক্টারস’ হল জাপানি শিক্ষার্থীদেরকে ইংরেজিতে দক্ষ করে গড়ে তুলতে বাংলাদেশী শিক্ষার্থীদের খণ্ডকালীন চাকুরির মাধ্যমে আয়ের জন্য বিশেষ একটি উদ্যোগ। এতে করে বাংলাদেশের অন্যতম দাতা ও বন্ধুপ্রতীম রাষ্ট্র জাপানেকে শিক্ষা ও মেধা দিয়ে সাহায্যের মাধ্যমে দুই দেশের সুসম্পর্ক আরও বৃদ্ধি পাবে।

এ চাকরী মেলায় আইসিটি সেল জাস্টের পরিচালক প্রকৌশলী মোঃ আরিফ রহমান, ম্যাজান্ড আইটি লিমিটেডের চেয়ারম্যান মোঃ মাসুম বিল্লাহ, ব্যাকবোন লিমিটেডের নির্বাহী পরিচালক আরিফ উল্লাহ খান প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ